এম.এ রফিক : “শ্রমিক মালিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস উদযাপিত হয়েছে। ১ মে উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন মিছিল-সমাবেশ ও উদীচী শিল্পীগোষ্ঠী গণসঙ্গীত পরিবেশন করেছে। মে দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক আনন্দ র্যালী বের করা হয়। শহরের মালগুদাম রোড থেকে আনন্দ র্যালী বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতি এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: ফারুক আহাম্মেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ প্রমূখ। জেলা প্রশাসনের র্যালীর আগে জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি-ঢাকা ৮২২) এর নেতৃত্বে জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিশাল মিছিল বের করে। আওয়ামী লীগ ও সমমনা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা এ মিছিলে অংশ নেয়। এতে নেতৃত্ব দেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ( রেজি-ঢাকা ৮২২) এর সভাপতি মাহবুব আনাম বাবলা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু ও জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।