Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে একটি র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি শহরের ফৌজদারী মোড় থেকে শুরু হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
এরপর জামালপুর পৌর এলাকার কম্পপুর ও ডাকপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫টি যানবাহনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি।
এছাড়াও সচেতনতার জন্য শহরের বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে শব্দদূষন নিয়ন্ত্রন
সংক্রান্ত স্টিকার সেটে দেয়া হয় এবং চালকদের মাঝে লিফলেট বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments