জুয়েল রানা : জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নে যুবলীগের ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনে পদ বাণিজ্য, আতœীয়করণসহ নানা অভিযোগ তুলে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কার দাবি করে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিত বিক্ষুদ্ধ নেতাকর্মী’রা।
গতকাল শনিবার সকালে তুলসীরচর ইউনিয়নের ডৌহাতলা এলাকায় মানববন্ধনের আয়োজন করে পদ বঞ্চিত বিক্ষুদ্ধ নেতাকর্মী’রা। মানব বন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহাম্মেদ, যুবলীগ নেতা শেখ ফরিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বাহাদুর ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিমের বহিষ্কার দাবি করেন তারা। এ ব্যাপারে তুলসীরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহাদুর ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিমের মুঠোফোনে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।