Wednesday, June 19, 2024
Homeজামালপুরজামালপুরে ইঞ্জিন ও কোচসহ লোকাল ট্রেন লাইনচ্যুত, ৪ ঘন্টা পর উদ্ধার

জামালপুরে ইঞ্জিন ও কোচসহ লোকাল ট্রেন লাইনচ্যুত, ৪ ঘন্টা পর উদ্ধার

স্টাফ রিপোর্টার : জামালপুরে লোকাল ট্রেনের ইঞ্জিন ও তিনটি কোচ লাইনচ্যুত হয়ে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা লাইনে ট্রেন চলাচল বন্ধ। উদ্ধারের ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পিয়ারপুর রেলওয়ে স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার শেখ উজ্জল মাহমুদ জানান, বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকাল ট্রেনটি দুপুর ১২টার দিকে সদর উপজেলার পিয়ারপুর রেলস্টেশনে প্রবেশের সময় স্টেশনের প্রায় দেড়শ গজ পূর্বে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটির ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রোন লাইনচ্যুত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঢাকা-জামালপুর লাইনের চলাচলকারী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহ জংশন স্টেশনে এবং টাঙ্গাইলের ভূয়াপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৪ লোকাল ট্রেন জামালপুর রেলওয়ে জংশনে আটকা পড়ে। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে ৪ ঘন্টা পর দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত লোকাল ট্রেনটি উদ্ধার করার পর জামালপুর-ময়মনসিংহ-ঢাকা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Most Popular

Recent Comments