Sunday, June 11, 2023
Homeজামালপুরজামালপুরে ইলেকট্রনিকস শোরুমে আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জামালপুরে ইলেকট্রনিকস শোরুমে আগুন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জামালপুর শহরের শহীদ হারুন সড়কে রহমান ইলেকট্রনিকস ও রেফ্রিজারেটরের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার  রাত ১০টার দিকে শোরুম বন্ধ করে বাসায় চলে যান মালিক ও কর্মচারীরা। রাত ১২টার দিকে আশপাশের লোকজন বাইরে থেকে তালাবদ্ধ শোরুমের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ আগুনের কবল থেকে রক্ষা পায় আশপাশের আরও বেশ কয়েকটি শোরুম ও দোকানপাট।
শোরুমের মালিক বলেন, আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার সর্বনাশ হয়ে গেছে। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এই শোরুমে আগুন লাগার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস কর্মীরা আধাঘণ্টা চেষ্টা করে অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের বেশ কয়েকটি দোকান ও শোরুম আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments