Sunday, June 11, 2023
Homeজামালপুরজামালপুরে উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার

জামালপুরে উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার

তানভীর আহমেদ হীরা : জামালপুরে ছাত্র,গণমাধ্যমকর্মী সুশীল সমাজের নাগরিকদের অংশগ্রহণে”উগ্রবাদ প্রতিরোধে ছাত্র,গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা ” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত।
গত মঙ্গলবার ২৩মে সকালে জেলা পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এর সহযোগিতায় গণমাধ্যমকর্মী, ছাত্র ও সুশীল সমাজের ভূমিকা “শীর্ষক দিনব্যাপী সেমিনারে মাদারগঞ্জ সার্কেলে সহকারি পুলিশ সুপার সজল কুমার সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো মাসুদ আনোয়ার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. মো: কামরুল আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল প্রমুখ। এসময় বক্তরা বলেন,দিন দিন মানুষের মধ্যে ছোট ছোট বিষয় থেকে বড় ধরনের সংঘর্ম বেড়েই চলছে৷ এছাড়াও নতুন প্রজন্মের তরুনদের হতাশা ও অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এটি এখন আমাদের চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে। উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সকলকে সোচ্চার থেকে সুখি, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল ও আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। সেই সাথে উগ্রবাদ জঙ্গিবাদের প্রতিরোধে সকল তথ্য গোপনীয়তা রক্ষা করে নির্মুলের আহবান জানান। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমে উগ্রবাদ নির্মূলে বড় ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments