ওসমান হারুনী:
জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণের সাথে ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বুধবার ইসলামপুর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল এমপি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি, বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ বিভাগীয় ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুন নাছের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোর্শেদা জামান। সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তবে স্থানীয় সাংবাদিক সংগঠনের গণমাধ্যকর্মীদের উক্ত উন্নয়ন কর্মকান্ড বিষয়ক মতবিনিময় কাউকে সভায় আসন না দেওয়া সভা ও অনুষ্ঠানের খবর বর্জন করেন স্থানীয় সাংবাদিকরা।