এম,এফ,এ মাকাম : জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। গত সোমবার দুপুরে জেলা প্রশাসন ও মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এর সহযোগিতায় শহরের বোসপাড়া আরামবাগ এলাকায় এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের কার্যালয় এর সামনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, এক্স ক্যাডেট এসোসিয়েশন এর সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সিইও ও রাফিউল ইসলাম রাফি, জাকির, বন্ধন, চয়ন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা হতদরিদ্রের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে দুই শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।