এম.এ কাশেম: জামালপুরে ১’শ গ্রাম ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সূত্রে যানা গেছে, গত শনিবার ১৪ জানায়ারি ২০২৩ ইং তারিখে ১৪.২০ টার সময় পৌরসভার পশ্চিম ফুলবাড়িয়া এলাকার ছাদেক আলীর দোকানের সামনে পাকা রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কালে হাতে নাতে শাহাপুর এলাকার বাসিন্দা মোঃ শাহারুল ইসলাম শাবু ও মোছাঃ আছমা বেগম’র ছেলে ইমরান হোসেন (২৫) কে ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, সঙ্গীয় অফিসার এএসআই দিদারুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ জাকির হোসেন, সঙ্গীয় ফোর্স কং/৭৯০ মো রেজাউল, কং/১৩৪৭ মোঃ হামিদুল ইসলাম, কং/৩৩১ মোঃ ফজলুল হক মিয়া, কং/৩৮৪ মোঃ ইমরান মাহমুদ, মোঃ আশরাফুল ইসলাম, সর্ব ঠিকানা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিস, জামালপুর শহরের তমালতলা মোড়ে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা কালে এক সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিম ফুলবাড়িয়া মৃতঃ ময়িজ উদ্দিনের পুত্র মোঃ ছাদেক আলীর দোকানের সামনে পাকা রাস্তার উপরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে বলে সংবাদ আসে। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় কালে আসামী ইমরান হোসেন (২৫)কে ১’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন। এই ঘটনায় জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ পুলিশ। মামলা নং ৪০/৪০, তারিখ ১৪ জানুয়ারি ২০২৩ ইং।