নিজস্ব সংবাদদাতা : ঐতিহাসিক ৬দফা দিবস, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য প্রতিবাদী আত্মাত্যাগের ভাস্কর একটি দিন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার ৭ জুন সকালে শহরের বকুলতলারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষকলীগ, জেলা ও পৌর শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও পৌর মৎস্যজীবী লীগ, জেলা তাঁতি লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, জেলা ও পৌর যুব মহিলা লীগ, জেলা ও পৌর ছাত্রলীগ ও সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। পরে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ। শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা তাঁতি লীগের যুগ্ম-আহবায়ক সজিব, পৌর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলী, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব আনাম বাবলা, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল, পৌর মৎস্যজীবী লীগের সদস্য সচিব খন্দকার জাহিদ হাসান সুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, পৌর যুব মহিলালীগের সভাপতি সায়মা হামজা সিমি, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসীর রহমান সাদাফ, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় প্রমুখ।
Related Posts
জামালপুরে সরকারি কর্মকর্তাদের সাথে প্রজনন স্বাস্থ্য পুষ্টি বিষয়ক পরামর্শ সভা
- AJ Desk
- January 27, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুর সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে জামালপুর এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমের […]
ইসলামপুরে বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
- AJ Desk
- September 22, 2024
ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে জিহাদ(৬) নামের হাফেজিয়া মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই […]
দেওয়ানগঞ্জে উপড়ে পড়া গাছ নিয়ে বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা
- AJ Desk
- June 22, 2024
রশীদুল আলম শিকদার : জামালপুরের দেওয়ানগঞ্জে আলিম মাদরাসার ভবনের উপর ভেঙে পড়েছে মেহগনি গাছ। দ্রুত […]