নিজস্ব সংবাদদাতা : জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ফৌজদারী মোড়ে জেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন কর্মসূচীর আয়োজন করে জেলা প্রশাসন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর জেলা পুলিশ, সিভিল সার্জন অফিস, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জামালপুর জেলা প্রেসক্লাব, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। তাঁর ওই ভাষণের মধ্য দিয়ে বাঙালী জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেয়।