তানভীর আহমেদ হীরা:
জামালপুরে করোনার বিস্তার ঠেকাতে স্বাস্থ্য বিধি কার্যকর করতে মাঠে নেমেছে জেলা পুলিশ। গত সোমবার ২৮জুন ভোর থেকে জামালপুর ও পৌর শহরের বিভিন্ন পয়েন্ট পুলিশের সদস্যরা সরকারি স্বাস্থ্যবিধি কার্যকর করতে কঠোর ভাবে কাজ করে যাচ্ছে। এসময় নগর পরিবহন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। তাছাড়া পুলিশ পিকাপে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও মাইকিং করে যাচ্ছে। শহর জুড়ে সামান্য কিছু রিক্সা চলাচল করলেও বাকী সব ধরনের যানচলাচলে কড়াকড়ি রয়েছে। এসময় গণপরিবহন না থাকায় কিছু মানুষের সাময়িক সমস্যা হলেও, বেশির ভাগ মানুষ মনে করছে এটি আরো আগে করলে ভাল হত। বিশেষ করে করোনা প্রতিরোধে মানুষের নিরাপত্তার জন্য এটি প্রয়োজন। জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, জামালপুরে শনাক্তের হার বেশি হওযায় কঠোর ভাবে করোনা মহামারী প্রতিরোধে সরকারি নির্দেশনা পালন করতে জেলা পুলিশ বদ্ধ পরিকর।জেলায় মুল৮টি প্রবেশ পথ ছাড়াও শহরের ১০ প্রবেশ মুখে কড়াকড়ি করা হয়েছে। যাতে অন্য জেলা থেকে এই জেলায় কোন প্রকার যানচলাচল করতে না পারে। সেই সাথে শহর থেকে কোন গাড়ি প্রবেশ ও বাহির হতে পারবে না। শুধু জরুরী পরিষেবার জন্য এই কঠোর বিধিনিষেধ সিথিল থাকবে। তিনি আরো জানান জেলা সকল পুলিশ সদস্য আগামী পহেলা জুলাই পযর্ন্ত সকল ছুটি বন্ধ এবং দাপ্তরিক কাজ সিথিল করে সারাক্ষন মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন।