তানভীর আহমেদ হীরা:
জামালপুরে করোনা প্রতিরোধে গণ টিকা দেয়া শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত বৃহস্পতিবার ৮জুলাই সকাল থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজে ভেরোসেন সিনোফার্মার গণ টিকা প্রথম ডোজ দেয়া শুরু করেছে। প্রথম দিনে গণ টিকার আওতায় রেজিষ্ট্রেশনকৃত ৩৫৩ জনের দেহে প্রথম ডোজ দেয়া হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় ডোজ এক মাস পরে দিতে পারবে।
এই সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা,কে,এম শফিকুজ্জামান, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, উত্তম কুমার সরকার, সাংবাদিক, আরো অনেকেই।
জেলা স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিভিল সার্জন ডা,কেএম শফিকুজ্জামান জানান, গণ টিকা দেওয়া চলমান থাকবে। এছাড়াও সব ঠিক ঠাক থাকলে আগামী রবিবার ভোরে জামালপুরে ৩৫ হাজার ২০০ ভেরোসেল সিনোফার্মার টিকা এসে পৌছলেই, সোমবার সকাল থেকে একযোগে উপজেলাগুলোতে গণ টিকা দেয়া হবে।