এম.এ রফিক:
জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে গো-হাটা ইজারাদারদের সাথে আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) তাহমিনা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এস,আই আতিকুর রহমান। এছাড়া জামালপুর সদর উপজেলার স্থায়ী ও অস্থায়ী গো-হাটা ইজারাদারগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, সরকার করোনা প্রতিরোধে মাস্ক বাধ্যতামূলক করেছে। তাই বাজারে আগত ক্রেতা-বিক্রেতা সকলকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে হবে। বাজারে প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করতে হবে। বাজারে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।