নিজস্ব সংবাদদাতা : জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর কর্মএলাকার বেকার যুবক, যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মাসব্যপী কারিগরী প্রশিক্ষণ শুরু হয় ইউএস-ডিটিআরসির প্রশিক্ষণ কেন্দ্রে। গতকাল বুধবার প্রশিক্ষণের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, স্পন্সরশিপ অফিসার উজ্জ্বল প্রেট্রিক কোরাইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন। প্রশিক্ষণ সূত্রে জানা যায় মাসব্যপী মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক প্রশিক্ষণে মোট ২৫ জন যুবক, যুবতী অংশ নেন। এ ধরণের ট্রেডভিত্তিক প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হবে বলে জানা যায়। প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে সংস্থা সূত্র জানায়। উল্লেখ, এরিয়া প্রোগ্রামটি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। কার্যক্রমের মধ্যে জীবিকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশীপ অন্যতম। এরমধ্যে আবার দক্ষতা উন্নয়ন, পরিবেশ সম্মত গ্রাম প্রতিষ্ঠা, জিঙ্ক ধান উৎপাদন, অতিদারিদ্রের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দল গঠন, সক্ষমতার বিকাশ ঘটানো, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিপদাপন্ন শিশুর তালিকা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করছে হংকং এবং মালয়েশিয়া।
Related Posts
জামালপুরে বেসরকারি এম এ রশিদ হাসপাতাল ও বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর
- AJ Desk
- November 30, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে হামলা-ভাংচুর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে […]
মাহিন্দ্রা ট্রাক্টর নিলাম বিজ্ঞপ্তি
- AJ Desk
- March 2, 2024
সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১টি ৫৯৫ডি আই ,২টি ৬০৫ডি আই অর্জুন আল্ট্রা,মডেলের […]
মেলান্দহে চোরাই গরুসহ ভিকআপ ভ্যান উদ্ধার
- AJ Desk
- June 27, 2024
মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ৭টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গত ২৬ জুন ভোরে […]