Friday, June 9, 2023
Homeজামালপুরজামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, ১৫ মুসল্লি আহত

জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, ১৫ মুসল্লি আহত

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে মসজিদের কাচ ভেঙ্গে প্রায় ১৫ জন মুসল্লির আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদটির ইমাম ও জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. এমদাদুল হক।আহতরা হলেন- নলছিয়া গ্রামের রহমত মন্ডলের ছেলে এনামুল হক (৫০), মহসিন আলী (পেছি) সরকারের ছেলে নুর ইসলাম (৪৫), শামসুল মন্ডলের ছেলে আছাদুল্লাহ মন্ডল (৬০), সোহরাব মেকার (৬০), সেকান্দর শেখের ছেলে মুসা শেখ (৬০), সোনা মিস্ত্রি (৫৫), তৈয়বুর রহমান (৬০), মুস্তাফিজুর রহমানের ছেলে মুবাশ্বির হাসান (১৬), আব্দুল আজিজ সরকারের ছেলে আব্দুল মামুন (১৬), নলছিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছাব্বির মিয়াসহ (১০) আরও কয়েকজন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে তারাবির নামাজ পড়ার জন্য নলছিয়া গ্রামের মুসল্লিরা জামে মসজিদে যান। মুসল্লিরা সিজদায় গেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে মসজিদের কাচের দরজা পড়ে ভেঙে যায়। এতে কাচ দ্রুত ছড়িয়ে পড়লে মুসল্লিদের গায়ের বিভিন্ন অংশে আঘাত লাগে।

তবে আহতরা বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments