এম.এফ.এ মাকাম : সাথে আছি সব সময় এই শ্লোগানে জামালপুরে কেক কাটা, পিঠা উৎসব ও আলোচনা সভার মধ্য দিয়ে এস এ টিভির জন্মদিন পালিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এস এ টিভির দর্শক ফোরামের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন। জামালপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ডেইলী অবজারবার এর জামালপুর প্রতিনিধি সাংবাদিক কামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সনাক টিআইটির সভাপতি অজয় কুমার পাল, টিআইবির কোডিনেটার অরিফুর রহমান, যায়যায়দিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রান, বাংলাদেশ টু ডের জেলা প্রতিনিধি সুলতান আলম, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শুভ্র মেহেদী, যমুনা টিভির স্টাফ রির্পোটার শোয়েব হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহমেদ হীরা, ঢাকা রির্পোট এর স্টাফ রির্পোটার বিশ্বজিৎ দেব টুটুল, মানব জমিনের জেলা প্রতিনিথি আনোয়ারুল ইসলাম মিলন, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাউছার আহমেদ, ব্রহ্মপুত্র ব্যান্ড এর সভাপতি টিপু খান সহ আরো অনেকে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন এস এ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন মাওলানা আলহ্বাজ ফাহিম শাহরিয়ার। এস এ টিভির বর্ণাঢ্য এই আয়োজেন আরো উপস্থিত ছিলেন দৈনিক আজকের জামালপুর এর সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান কিসলু, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুন, বিজয় টিভির জেলা প্রতনিধি জুয়েল রানা, মাই টি’ভির জেলা প্রতিনিধি শামীম আলম, চ্যানেল এস এর শামীম, দৈনিক সবুজ দেশ এর জেলা প্রতিনিধি এম. রাশেদ মাহমুদ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি এস কে সোহেল, বিজনেস বাংলাদেশ এর জেলা প্রতিনিধি খন্দকার ফুয়াদ, ফালগুনী টিভির জেলা প্রতিনিধি মোঃ সুজন, জনতার মুখপত্র স্টাফ রির্পোটার তৌওফিকুল ইসলাম তুর্য, জামালপুর দিনকাল এর স্টাফ রির্পোটার সৌরভ, আলোচিত জামালপুর এর স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন ও সার্বিক সহয়োগীতা করেন ডিবিসির ক্যামেরা পারসন মাসফি, জনতার মূখপত্রর জাবেদ ও শান্ত। এ সময় বক্তারা এস এ টিভির ১১ বর্ষে পদার্পন উপলক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বিভিন্ন নাটক, অনুষ্ঠান, গানের আসর, টকশো করে দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছে বলে আলোকপাত করে। এছাড়া জামালপুরের সমস্যা ও সম্ভাবনার খবরের পাশাপাশি শিশুদের জন্য বিনোদন মূলক অনুষ্ঠান প্রচারের জন্যও এস এ টিভিকে ধন্যবাদ জানানো হয়। পরে কেক কাটা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।