Friday, August 19, 2022
Homeজামালপুরজামালপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জামালপুরে দোয়া ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গত বুধবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজাদ সওদাগর, সাহেদ আলী, নাজমুল হাসান সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টুটুল, উমর ফারুক লিমন প্রমূখ। এর আগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments