জামালপুরের সরিষাবাড়ীতে পবিত্র রমজান মাস উপলক্ষে কোরআন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে পৌরসভার শিমলা বাজার এলাকায় নতুন কুড়ি বিদ্যানিকেতন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ইস্পাহানী ব্রাদারহুড ফাউন্ডেশন। পরে সংগঠনের আহব্বায়ক লিটন হোসেন বিদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন।
উসামা আল ফিহরী তামজীদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শিমলাবাজার টাউন জামে মসজিদের ইমাম আব্দুল মালেক, ইস্পাহানি জামে মসজিদের ইমাম আজহার আলী, মাওলানা জহরুল ইসলাম, সমাজসেবক হোমিওপ্যাথিক চিকিৎসক মার্চেন্ট, হাবিবুর রহমান খোকা, মোজাম্মেল হক, শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিয়োগী শিক্ষার্থী ও অতিথিরা ইফতার মাহফিলে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।