নিজস্ব প্রতিনিধি : জামালপুর জেলা বিএনপির আয়োজনে বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ২৫শে জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবস গনতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বিএনপি নেতা গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আনিছুর রহমান বিপ্লব, শহিদুল হক খান দুলাল, লোকমান আহমেদ লোটন, খন্দকার আহসানুল্লাহ, লিয়াকত আলী, রুহুল আমিন মিলন, শাহ মাসুদ, গোলাম ইউনুছ খান, আব্দুল গফুর, রেজাউল করিম, নূরুল আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, ১০ দফা দাবী আদায়ে বিএনপি কর্মসূচী পালন করে যাবে।