জামালপুরে প্রতিবেশী এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন সংক্ষুব্ধ ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে, জামালপুর সদর উপজেলার রশিদপুর গ্রামে।মামলার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম মো. আকাশ ওরফে লালন (২৩)। তিনি রশিদপুর চৌরাস্তা গ্রামের জহিরুল হকের ছেলে। গৃহবধূর স্বামী কাজের জন্য ঢাকায় থাকেন। এ সুযোগে লালন তার প্রতিবেশী গৃহবধূর সঙ্গে আলাপচারিতা করতো। এক প্রর্যায়ে আকাশ তাকে প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দেখায়। আকাশের প্রস্তাবে রাজি হন ওই গৃহবধূ। এক পর্যায় ১৩ ডিসেম্বর দুপুরে বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক করে।
আকাশকে বিয়ে করার জন্য চাপ দিলে রেজিস্ট্রিমূলে বিয়ে করবে, এ কথা বলে বাড়ি থেকে ওই গৃহবধূকে তাড়িয়ে দেওয়া হয়। আকাশের সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টি গৃহবধূর মেসেঞ্জার ঘেঁটে টের পেয়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেন স্বামী। তখন তিনি আকাশের বাড়িতে ওঠেন। আকাশের বাবা-মা ওই গৃহবধূকে মারধর করে তাদের বাড়ি থেকেও তাড়িয়ে দেয়। উপায়ন্তর না দেখে ২৪ ডিসেম্বর জামালপুর থানায় মামলা করেন ওই গৃহবধূ।
এ বিষয়ে জামালপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী শাহনেওয়াজ ইমন জানান, ওই গৃহবধূ থানায় এসে ঘটনা জানানোর সঙ্গে সঙ্গেই মামলা নথিভুক্ত করা হয়। সেই সঙ্গে ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি তাকে নিতে এলে তাদের সঙ্গে তিনি স্বামী বাড়ি চলে যান।
তিনি আরও জানান, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।