Friday, December 3, 2021
Home জামালপুর জামালপুরে গৃহহীনদের গৃহ হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

জামালপুরে গৃহহীনদের গৃহ হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা:

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার, মুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবেনা” এই প্রতিপাদ্যের আলোকে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারদের ঘর প্রদান কার্যক্রম সম্পর্কে জামালপুর জেলা প্রশাসন সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা প্রশাসন মিলনায়তনে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা প্রশাসন। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ জামালপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের অধীনস্থ জামালপুর জেলার ৭টি উপজেলায় প্রথম ও ২য় দফায় ”ক” শ্রেণির গৃহহীন ও ভূমিহীন ১৪৭৮টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঘর ও ভূমি প্রদান করা হবে। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। জেলায় ১৪৭৮টি ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৭ লাখ আটত্রিশ হাজার টাকা। প্রতিটি ঘর নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার টাকা। জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় নির্মানাধীন ১৪৭৮টি ঘরের মধ্যে ১১২০টি ঘরের নির্মান কাজ সম্পন্ন হয়েছে। বাকী ঘরসমূহের নির্মানকাজ সমাপ্তির পথে। প্রতিটি পরিবারকে ২ শতাংশ করে খাসজমি বন্দোবস্ত প্রদান, কবুলিয়ত দলিল সম্পাদন এবং খতিয়ানসহ সকল কাগজপত্রের ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষনার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে নিয়ে উপকারভোগীদের নিকট জামি ও ঘর হস্তান্তর করা হবে। ঘর হস্তান্তর কালে স্থানীয় জনপ্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত থাকার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী ২৩ জানুয়ারি ২০২১ইং সকাল ১০.৩০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংএর মাধ্যমে দেশের সকল জেলা ও উপজেলার উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের অধীনস্থ ভূমি ও ঘর হস্তান্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন জেলা প্রশাসক।
বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

রাস্তায় নেমে গাড়ি ভাঙা ছাত্রদের কাজ নয়: প্রধানমন্ত্রী

আ.জা. ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহবান জানিয়ে বলেছেন, যানবাহন ভাঙচুর করা তাদের কাজ নয়।...

৯৯৯ নম্বরে ফোনে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আ.জা. ডেক্স: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে মাদ্রাসাছাত্রীর করা ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক...

লাইসেন্সের মেয়াদ নেই, পুলিশ সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা

আ.জা. ডেক্স: নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় অবস্থান নেওয়া শিক্ষার্থীদের তোপের মুখে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক...

রামপুরায় ছাত্র নিহতের ঘটনা বিএনপি-জামায়াতের অপকর্ম কি না, প্রশ্ন কাদেরের

আ.জা. ডেক্স: রাজধানীর রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনা বিএনপি- জামায়াতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কিনা তা খতিয়ে...

Recent Comments