এম.এ রফিক : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে গ্রাম আদালতের পরিধি বৃদ্ধি, মামলা গ্রহণ ও নিষ্পত্তিসহ বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ ১ম স্থান অর্জন করে। গত ১৫ জুলাই কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল এর হাতে শ্রেষ্ঠ পুরস্কার তুলেদেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। জানা যায় গ্রাম আদালতের মাধ্যমে পারিবারিক বিরোধ, সামাজিক বিরোধ, জমি সংক্রান্ত বিরোধের মামলা গ্রহণ ও নিষ্পত্তি হয়ে আসছে। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতিনিয়ত উপকৃত হওয়ায় সরকার গ্রাম আদালতের মাধ্যমে ৩ লক্ষ টাকা জরিমানা করার বিচারকি ক্ষমতা প্রদান করা হয়েছে গ্রাম আদালতের বিচারককে। উচ্চ আদালতে মামলার জটিলতা কমানোর জন্য সরকার গ্রাম আদালতের মাধ্যমে বিচারকির ব্যবস্থা করেছে এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। অর্থ সাশ্রয় হচ্ছে এছাড়া উচ্চ আদালত থেকে পাঠানো অনেক মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। সদর উপজেলার শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন সরকার গ্রাম আদালতের মাধ্যমে বিচার ব্যবস্থাকে সহজ করেছেন। এতে সাধারন মানুষ পারিবারিক, সামাজিক ও জমি সংক্রান্ত ছোট খাটো বিরোধে উচ্চ আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারছেন। কেন্দুয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আশা করি গ্রাম আদালতের মাধ্যমেই ইউনিয়নের সাধারন মানুষ তাদের ন্যায় বিচার প্রাপ্তিতে আরো সচেষ্ট হবেন।
Related Posts
মেলান্দহ সাধুর খালের ভাঙ্গনে বসতি বিলিন
- AJ Desk
- May 12, 2024
মেলান্দহ প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে লৌহজং নদীর শাখা সাধুর খাল পাড়ের বসত বাড়ি হুমকীর সম্মুখিন। […]
কোরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে
- AJ Desk
- March 25, 2024
লিয়াকত হোসাইন লায়ন : ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন,কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের […]
দেওয়ানগঞ্জ আনসারের বেতনের টাকা পিরোজপুর থেকে উদ্ধার
- AJ Desk
- June 4, 2024
নিজস্ব সংবাদদাতা ; দেওয়ানগঞ্জ আনসারের বেতনের টাকা পিরোজপুর থেকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। জানা […]