কারিগরি শিক্ষায় দক্ষ হই, দিন বদলাই’ প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বেকার তরুণ-তরুণীদের জন্য অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। বৃহস্পতিবার জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্যাম্পাস ওপেন ডে উপলক্ষে দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) স্পেশালিস্ট লিগায়া দুমাওয়াং ‘ওপেন ডে’ ও ‘চাকরি মেলা’র উদ্বোধন করেন। এ সময় জামালপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. আবুল হাশেম, দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি ইকরামুল হক নবীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পরে জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
চাকরি মেলায় দেশি-বিদেশি সাতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশীরা তাদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী আবেদন করেন।