Thursday, September 28, 2023
Homeজামালপুরজামালপুরে চিহ্নিত চার টিকেট কালোবাজারি আটক

জামালপুরে চিহ্নিত চার টিকেট কালোবাজারি আটক

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ ৪ কালোবাজারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার রাত আটটায় জামালপুর জংশন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে আন্তঃনগর ট্রেনের ৩৩টি টিকিট, একটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে- জামালপুর পৌরসভার শাহাপুর গ্রামের আমির হোসেনের পুত্র মোঃ ইয়াছিন (৩৫), মৃত আজিজুল হকের পুত্র মোঃ জামাল (৩৬), মৃত ননী মিয়ার পুত্র মোঃ উজ্জল মিয়া (৪৩) ও আরব আলীর পুত্র মোঃ লিটন (৪০)।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পর সোমবার রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা-জামালপুর লাইনে যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, অগ্নিবীনা ও জামালপুর এক্সপ্রেস নামে ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। যাত্রীদের অভিযোগ, কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও ৪/৫ গুন বেশি দামে কালোবাজারিদের কাছ থেকে এসব ট্রেনের টিকিট কিনতে হয়। কালোবাজারি লিটন এর আগে টিকিটসহ একাধিকবার আটকের পর জেল হাজতে গেলেও বের হয়ে পুনরায় কালোবাজারি শুরু করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments