Monday, June 5, 2023
Homeজামালপুরজামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুত্বর আহত

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুত্বর আহত

শামীম আলম:

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিন জন গুরুত্বর আহত হয়েছে। দফায় দফায় হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর লুটপাট ও দেশীয় অস্থ শাবল দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করেছে। গুরুত্বর আহত আবুল হোসেনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৩০ জুলাই সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে যাতায়াতের রাস্তা ও বসত বাড়ীর চারপাশে বাশেঁর বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিপক্ষ আজিজুল ও তার লোকজন। এ সময় বাধা দিতে গেলে আবুল হোসেনের পায়ে সাবল দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে আজিজুল। এছাড়াও আবুল হোসেনের স্ত্রী জুলেখা ও ছেলে জুলহাসের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজিজুল ও তার লোকজন কৃষক আবুল হোসেনের একটি মহিষ মেরে আহত করে। মহিষটি আজ সোমবার মারা যায়। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments