নিজস্ব সংবাদদাতা : জামালপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপজেলা পর্যায়-২০২৪ এর ক্রীড়া বিষয়ক উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে শহরের পিটিআই মাঠে এ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপজেলা শাখার সভাপতি মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে ও নাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও খেলা উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ জুলফিকার আলী, জামালপুর পিটিআই এর সুপার হোসনে আরা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন সবুজ প্রমুখ। এসময় বক্তারা, ছাত্র, ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার আহবান জানান। উল্লেখ্য, জামালপুর সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৭টি ইভেন্টে বালক/বালিকা আলাদা দলে অংশ গ্রহণ করে যারা শ্রেষ্ঠ হয়। তারা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ক্রীড়া বিষয়ক উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস।
Related Posts
জামালপুরে বাংলা নববর্ষ উদযাপিত
- AJ Desk
- April 15, 2024
নানা আয়োজনে জামালপুরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষ্যে বর্ষবরণ ও মঙ্গল […]
জামালপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের মোমবাতি জ্বালিয়ে রাত দখল
- AJ Desk
- October 3, 2024
আসমাউল আসিফ ; জামালপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের পদত্যাগী ইনচার্জকে প্রতিষ্ঠানের সকল দায়িত্ব বুঝিয়ে দেয়ার […]
উপজেলা প্রেসক্লাবের পথ চলার ১ যুগপুর্তী পালন
- AJ Desk
- March 10, 2024
রৌমারী সংবাদদাতা : গণমাধ্যম হোক আরও স্বাধীন ও শক্তিশালী”,এই প্রতিপাদ্যের উপর জমকালো আয়োজনে কুড়িগ্রামের রৌমারীতে […]