Thursday, September 28, 2023
Homeজামালপুরজামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াদিবস উদযাপন

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াদিবস উদযাপন

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন’ এই প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াদিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মৌসুমী খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সদস্য রাজন সাহা রাজু, শফিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিটি খেলোয়াড় যদি যোগ্যতা ও দক্ষতা দিয়ে ক্রীড়া নৈপুণ্যে নিজের স্বাক্ষর রাখতে পারেন তবেই সে খেলোয়াড়কে স্মার্ট বলা যায়। একজন স্মার্ট খেলোয়াড় স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারবেন বলে তারা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments