Thursday, June 8, 2023
Homeজামালপুরজামালপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

জামালপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

জনসেবার জন্য প্রশাসন আপনার পাশে সর্বক্ষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকালের জেলা প্রশাসনের আয়োজনে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আল মাহমুদ, পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার চলতি দায়িত্ব) মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরো অনেকে। এ সময় বক্তারা সরকারের সেবাসমূহ জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে তৃনমূল থেকে উচ্চপর্যায়ে নিষ্ঠার সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে আলোকপাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments