এম.এফ.এ মাকাম: উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গত সোমবার সকালে সমাজ সেবা কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলছুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রাবস্তী রায়, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান ছানা, জেলা সমাজসেবা কর্মকর্তা রাজু আহমেদ, সাংকাদিক জাহাঙ্গির সেলিম, ফজলে এলাহী মাকাম, তারিকুল ফেরদৌস সহ আরো অনেকে। এ সময় বক্তারা সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি দুস্থদের মাঝে সরকারি ভাতা সমূহ সচ্ছতার সাথে বিতরন করে, সমাজ সেবা কার্যালয় ৫৪ টি বিভাগের মাধ্যমে কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোকপাত করে। পরে সমাজ সেবার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ১৫ জনকে ২ লাখ টাকা বিতরন করা হয়।