নিজস্ব সংবাদদাতা : মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরে বিজয় র্যালি করেছে জামায়াতে ইসলামী। গত সোমবার ১৬ ডিসেম্বর সকালে জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে শহরের পিটিআই এলাকা থেকে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর খন্দকার মোকাদ্দাস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওসারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার। প্রধান অতিথি জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, আমরা ১৭ বছর যাবত মহান বিজয় দিবসে কোন প্রকার অনুষ্ঠান করতে পারি নাই। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয় এবং দেশ ছেঁড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জন্য আজ আমরা মহান বিজয় দিবসে বিজয় র্যালি করতে পেয়ে খুব আনন্দিত। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার সহকারী সেক্রেটারি মেছবাহুল কাইউম, নাজমুল হক মাসুদ, হাফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ওমর প্রমুখ। বিজয় র্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা ও শহর শাখার সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Related Posts
বকশীগঞ্জ সীমান্ত থেকে গভীর রাতে ২১ সন্দেহভাজন বাংলাদেশীকে আটক
- AJ Desk
- August 11, 2024
বকশীগঞ্জ প্রতিনিধ ; জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলা কোনা পাহাড়ি এলাকা থেকে […]
দেওয়ানগঞ্জে নয়াগ্রামে ভাঙ্গা ব্রিজে ১০ গ্রামবাসীর দুর্ভোগ
- AJ Desk
- October 17, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে নয়াগ্রামে একটি ব্রিজের এ্যাপ্রোচ ধসে পড়ায় ১০ গ্রামবাসী চরম দুর্ভোগে […]
সানন্দবাড়ীতে শাখাওয়াত হোসাইন এর উদ্যোগ বিনামূল্যে চশমা বিতরণ ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।
- AJ Desk
- February 6, 2024
রশীদুল আলম শিকদার : দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ঠ সমাজ […]