জামালপুরে জেলা আ’লীগ নেতা বাবুর জামিন মঞ্জুর

নিজস্ব সংবাদদাতা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতার একটি মিথ্যা মামলা আটককৃত বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুর জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল রোববার ৩ মার্চ দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ বিচারক মামুন হাসান খান বাবুকে জামিন দেন। পরে জামালপুর কেন্দ্রীয় কারাগারের গেইট থেকে আসাদুজ্জামান আকন্দ বাবুকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় নেতৃবৃন্দ। বরণকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের নির্বাচন সমন্বয়কারী-জেসিসিআই’র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, শহর যুবলীগের সাংগঠনিক হাবিবুল্লাহ হাবু, সাবেক ছাত্রলীগ নেতা আশা সওদাগর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বীন জালাল প্লাবন, জেলা ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরে আলম সিমান্ত ও ওয়ার্ড আ’লীগ নেতা ছাইদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতার একটি মিথ্যা মামলায় আসাদুজ্জামান আকন্দ বাবুকে আসামী করা হয়। পরে ১৫ ফেব্রুয়ারি ওই মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।