নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, জামালপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলা মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২০জানুয়ারি বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, জামালপুর জেলা শাখার আহবায়ক মামুন অর রশিদ সরকার স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাবের আলী সরকারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। অন্যান্যের মধ্যে জেলা মৎস্যজীবী লীগের উপদেষ্টা মো. আলমগীর, যুগ্ম-আহবায়ক শাহজাহান হাওলাদার, আব্দুল আলিম, সদস্য সাদ্দাম হোসেন, মো. হারুন অর রশিদ রুকন, পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক ফজলুল হক, সদস্য সচিব জাহিদ আহম্মেদ সুমন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সংগঠনকে গতিশীল করতে গঠনতন্ত্র অনুযায়ী প্রতিমাসে একটি করে হলেও বর্ধিত সভা করতে হবে। তাহলেই সংগঠনের প্রতি নেতাকর্মীদের টান থাকবে। সেই সাথে সাথে মাৎস্যজীবী লীগকে আরো সাংগঠনিক গতিশীল করার আহবান জানান। বর্ধিত সভায় ওয়ার্ড মৎস্যজীবী লীগ, ইউনিয়ন মৎস্যজীবী লীগ ও বিভিন্ন উপজেলা মৎস্যজীবী লীগের কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।