Saturday, April 1, 2023
Homeজামালপুরজামালপুরে টিআইবির প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুরে টিআইবির প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

জামালপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির প্যাকটা প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এ সভা আয়োজন করে।

সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ডিসি মুর্শেদা জামান, এডিসি (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর মেয়র ছানোয়ার হোসেন, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, টিআইবির কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতিই সব উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতিকে প্রশ্রয় দিলে কখনোই দুর্নীতি বন্ধ করা যাবে না; তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে। টিআইবির নতুন প্রকল্প দুর্নীতি হ্রাস করতে ও জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে বিশেষ ভ‚মিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments