Sunday, September 24, 2023
Homeজামালপুরজামালপুরে ডিপিএফ এর গণ শুনানি অনুষ্ঠিত

জামালপুরে ডিপিএফ এর গণ শুনানি অনুষ্ঠিত

জুয়েল রানা : জামালপুরে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর উদ্যোগে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি, বাল্য বিবাহ প্রতিরোধ, ভূমি জরিপ ব্যবস্থাপনা ও নারী ও শিশু নির্যতন প্রতিরোধ বিষয়ের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল মঙ্গলবার ১১এপ্রিল বিকালে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি শামিমা খান এর সভাপতিত্বে ও ডিপিএফ সহ সভাপতি সাযযাদ আনসারির সঞ্চালনায় গণ শুনানীতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাবস্তী রায়। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাজাহারুল হক চৌধুরী,সাংবাদিক তানভীর আহমেদ হীরা প্রমুখ। এয়াড়াও গণ শুনানীতে অংশ নেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক, জেলা তথ্য অফিসার, জেলা শিক্ষা অফিসার, নির্বাহী প্রকৌশলী স ও জনপদ বিভাগ ডিপিএফ সদস্য বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, স্থানীয় এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ। ডিস্ট্রিক পলিসি ফোরাম সরকারের চারটি টুলস নিয়ে কাজ করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি ক্লিনিক, সিটিজেন চার্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments