Wednesday, March 29, 2023
Homeজামালপুরজামালপুরে ডুবেছে ১৭১৮ হেক্টর জমির ফসল

জামালপুরে ডুবেছে ১৭১৮ হেক্টর জমির ফসল

জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রবিবার (১৯ জুন) বিকাল ৩টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নসহ জেলার অন্যান্য উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে ১৭১৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের আমতলী এলাকায় বন্যার পানি প্রবেশ করায় সড়কপথ তলিয়ে গেছে। এছাড়া একই উপজেলার চিনাডুলি ইউনিয়নের ডেররাই পেচ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে।

এদিকে বন্যাদুর্গত এলাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বন্যার পানি প্রবেশ করায় দুর্গত এলাকাগুলোতে ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান স্থগিত রাখা হয়েছে।

এছাড়া বন্যার পানিতে স্থানীয় কৃষি উৎপাদনও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন, বন্যার পানিতে এ পর্যন্ত ১৭১৮ হেক্টর জমির ফসল ডুবে গেছে। এরমধ্যে ২৫ হেক্টরের আমন বীজতলা, ২১৫ হেক্টর জমির আউশ ধান, ১৩২৬ হেক্টরের পাট, ১২২ হেক্টর জমির শাকসবজি ও ৩০ হেক্টর জমির মরিচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments