Friday, March 31, 2023
Homeজামালপুরজামালপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন

জামালপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা: “তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে জামালপুর জিলা স্কুল সংলগ্ন মাঠে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জেলা প্রশাসনের সহযোগিতায় এই তথ্য মেলার আয়োজন করেছে।
সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, পৌর মেয়র ছানোয়ার হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মলয় কুমার সাহা, সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন, তথ্য মেলা আয়োজক কোর কমিটির আহবায়ক অধ্যাপক কায়েদ-উয-জামান, টিআইবি’র কর্মকর্তা মো: নুরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধ করতে পারে। তথ্য অধিকার আইন জনগণের নাগরিক অধিকারকে নিশ্চিত করেছে। তথ্য অধিকার আইন প্রয়োগ করে সাধারণ মানুষ তার প্রাপ্য সেবা কিভাবে পাবে তা যেমন জানতে পারছে, তেমনি দুর্নীতি প্রতিরোধেও কার্যকর ভুমিকা রাখছে। তবে কেউ ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরি করলে তাকে শাস্তির আওতায় আনা হবে। তথ্য মেলায় স্থান পেয়েছে সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের স্টল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments