Sunday, October 1, 2023
Homeজামালপুরজামালপুরে দুই ভুয়া সাংবাদিক গ্রেপ্তার!

জামালপুরে দুই ভুয়া সাংবাদিক গ্রেপ্তার!

জামালপুরে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ওয়াহিদ খান আরিফ (৪০) ও মাসুদ রানা (২৮) নামে দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার থেকে তাদের আটক করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার নাছির উদ্দিন।

আটকরা হলেন, ওয়াহিদ খান আরিফ ময়মনসিংহ পৌর শহরের আকুয়া মোড়ল পাড়ার নাসির খান রতনের ছেলে ও মাসুদ রানা ও  জামালপুর সদর উপজেলার শ্রীচন্দ্রবাড়ী এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে।

প্রেস ব্রিফিং পুলিশ সুপার বলেন, বুধবার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভূমি অফিসে চাঁদাবাজি ও প্রতারণা করার সময় ওয়াহিদ খান আরিফ ও মানিক মিয়া ওরফে মাসুদ রানাকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ও চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, তারা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল। ময়মনসিংহ কোতোয়ালি থানায় ওয়াহিদ খান আরিফের নামে ২টি ও মাসুদ রানার নামে ৬টি মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

আটক ওয়াহিদ খান আরিফ ও মাসুদ রানার নামে বৃহস্পতিবার সকালে জামালপুর সদর থানায় চাঁদাবাজি ও প্রতরণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments