নিজস্ব সংবাদদাতা : ‘তারুণ্যের একতাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে গত বৃহস্পতিবার জামালপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সদস্য মুখলেছুর রহমান লিখন, মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, গৌতম সিংহ সাহা, সরস্বতি রানী রাজভর, দেওয়ানগঞ্জ উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, দুদকের উপসহকারী পরিচালক আতিউর রহমান প্রমুখ। সভা সঞ্চালনা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামান। সভায় বক্তারা পরিবর্তিত বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দুদক এবং দুপ্রক কমিউনিটির লোকজন সাথে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। ২০ বছরে দুদকের অর্জন, ব্যর্থতা এবং চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করা হয়। দুর্নীতির ঝুঁকিপূর্ণ স্থান ও ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে করার আহ্বান জানানো হয়। দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ইস্যুভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন এবং দুর্নীতিবাজদের তথ্য দিয়ে দুদককে সহায়তা করার আহ্বান জানান বক্তারা।আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান দুদক পরিচালক মলয় কুমার সাহা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Related Posts
দেওয়ানগঞ্জে বিট পুলিশিং এর মতবিনিময় সভা
- AJ Desk
- May 18, 2024
দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ মডেল থানার উদ্যোগে মাদক, জুয়া, বাল্য বিয়ে, […]
দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ
- AJ Desk
- January 20, 2024
জাহাঙ্গীর আলম : জামালপুর সদর উপজেলা নরুন্দিতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে নরুন্দি তদন্ত […]
জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহণ
- AJ Desk
- June 22, 2024
এম. এ রফিক : জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহণ উপলক্ষে উপজেলা […]