নিজস্ব সংবাদদাতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা যুবলীগ।
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে পৌরসভার দুই শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহামেদ চৌধুরী। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৫কেজি চাল, ১লিটার তেল, ১কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি পেঁয়াজ ও ১ কেজি বুট প্রদান করা হয়।