নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের স্টেশন রোডস্থ জেলা দোকান মালিক সমিতির কার্যালয়ে সমিতির সাধারণ সভায় পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী। বিশিষ্ট ব্যবসায়ী রুনু খানকে আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ কামাল শাহিনকে সদস্য সচিব করে ৪ মাস মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক-১- দিদারুল আলম কালা, যুগ্ম আহবায়ক-২- মো. জামাল হোসেন, সদস্য রফিকুল ইসলাম, নুরুল ইসলাম নিরল, হারুন অর রশিদ, জুয়েল রানা, নূর মো. সাদি, রোকনুজ্জামান খান ও মো. মাহিন।
সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান সাংবাদিকদের জানান, সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এবং সকলের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। পবিত্র রমজান মাসের জন্য কমিটির মেয়াদ ৪ মাস করা হয়েছে।