Friday, September 29, 2023
Homeজামালপুরজামালপুরে ধ্র“বতারা চর্চাকেন্দ্রের উদ্যোগে একুশের গ্রন্থমেলায় পুরস্কার বিতরণ

জামালপুরে ধ্র“বতারা চর্চাকেন্দ্রের উদ্যোগে একুশের গ্রন্থমেলায় পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা : নতুন প্রজন্মকে একুশের চেতনায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে জামালপুর ধ্র“বতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে শুক্রবার সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু ও সড়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাকির হোসেন।
জামালপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে একুশের গ্রন্থমেলা মঞ্চে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহির। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন, উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কানাডা শাখার মহাসচিব জাকির খান, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, শিক্ষার্থী লামীম, রোকেয়া জান্নাত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধ্র“বতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক আশরাফুজ্জামান স্বাধীন ও সদস্য আতিকুর রহমান সুমন। প্রধন অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন আমাদের শুধুমাত্র বৈশ্বয়িক চিন্তা না করে মানুষকে ভালোবাসার সংস্কৃতি চর্চা করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা শিশুদের মাঝে গড়ে তুলতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি সচল করতে হবে। সাহিত্য, সংস্কৃতি চর্চাকে আরো গতিশীল করতে হবে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এবং বিখ্যাত মানুষদের সম্পর্কে জানতে হবে। আলোচনা সভা শেষে সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments