নিজস্ব সংবাদদাতা ; জামালপুরের মাদারগঞ্জে শতাধিক নারীদের চিকিৎসা সেবা প্রদান করেছে মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশন। গত শনিবার ২৮ ডিসেম্বর সকালে চরপাকেরদহ এলাকার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন গাইনী ও প্রসূতী রোগে বিশেষজ্ঞ আনিকা আফরা সৃষ্টি। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামের অসহায় নারীরা।
ফাউন্ডেশন সূত্রে জানাগেছে, নিভৃত গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্টির অসহায় নারীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবার পৌছে দেয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় সকাল থেকে নানা বয়সী অসহায় নারীদের নানা প্রকার জটিল ও কঠিন রোগে আক্রান্ত নারীরা সখানে চিকিৎসা নিতে আসেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শতাধিক অসহায় নারীদের গাইনী ও প্রসূতী রোগের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
স্বাস্থ্য সেবা পেয়ে ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বৃদ্ধ জমিলা বেগম বলেন, টাকার অভাবে বেশ কিছু রোগের চিকিৎসা করাতে পারছি না। এখানে এসে ফ্রি চিকিৎসা পেয়ে অনেক ভালো লাগছে।
মমতাজ মোজাম্মেল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাজা বলেন, ফাউন্ডেশনটি শুরু থেকেই গ্রামের অসহায় ব্যাক্তিদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। গ্রামের অনেক নারীরা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনা আমরা তাদের পাশে থেকে কাজ করতে চাই। প্রত্যন্ত গ্রামের মানুষগুলো যদি আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে উপকৃত হয় তবেই আমাদের এই উদ্যোগ স্বার্থক।