Thursday, September 28, 2023
Homeজামালপুরজামালপুরে নাশকতার পরিকল্পনার সময় বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার

জামালপুরে নাশকতার পরিকল্পনার সময় বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা : জামালপুরে নাশকতার পরিকল্পনার সময় বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শহরের কাচারীপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লিয়াকত আলী (৫৮), মিজানুর রহমান (৫৫), আব্দুর রাজ্জাক লিটন (৬০), উবায়দুল্লাহ (৫৪), শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), মোখছেদুর রহমান হারুন (৪৭), রাকিবুল হাসান বিপুল (৩৬), কামরুল হাসান কাবুল (৩৮), সুফিয়ান কবির শিপন (৪৫), আবুল মুনসুর (৫০), শাকিব হোসেন (২২), শফিকুল ইসলাম (৩৫), লাল মিয়া (৩৬), আল আমিন (২৯), আলা উদ্দিন (৩৬), আতাউর রহমান (৬০), আলী রেজা (৫৮), ইয়াকুব মিয়া (৪০), মোঃ সাজু মিয়া (৩৬), মোঃ সুমন মিয়া (২৬), আবুল হাসান জয় (২৭)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ ছিল কিছু দুষ্কৃতিকারী সরকারি স্থাপনা ভাংচুর, ক্ষতিসাধন ও লুটপাটের উদ্দেশ্যে শহরের বটতলা এলাকায় মিজানুর রহমানের অফিসে একত্রিত হচ্ছে। পরে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুইজন আসামিসহ ২১ জনকে আটক করা হয়। পরে তাদের নামে উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সাহা মামলা দায়ের করেন। পরে শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নাশকতা পরিকল্পনার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments