Sunday, June 11, 2023
Homeজামালপুরজামালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

জামালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন

‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি- শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এই প্রতিপাদ্যের আলোকে ১৭ ডিসেম্বর জামালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়। জামালপুর মাতৃসদন ও শিশু মঙ্গল কেন্দ্র প্রাঙ্গণে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মাজহারুলক হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জেলা পরিবার পরিকল্পনার অতিরিক্ত উপ-পরিচালক চিকিৎসক আসাদুল ইসলাম, ইসলামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, মাতৃসদন ও শিশু মঙ্গল কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক উম্মে হাবিবা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় শুরুতেই বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন। পরে তিনি মাতৃসদন ও শিশু মঙ্গল কেন্দ্রের সকল কার্যক্রম পরিদর্শন করেন। জেলা প্রশাসক মাতৃসদনের সার্বিক পরিবেশ ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি কেন্দ্রের বর্তমান সমস্যা উত্তরণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের মধ্যে প্রতিদিন ২৪ ঘণ্টা পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য, কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা, মা সমাবেশ, বন্ধ্যাকরণ পদ্ধতিসহ জন্মনিয়ন্ত্রণ বিভিন্ন উপকরণ বিতরণসহ নানা সেবা প্রদান করা, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ, রোগ প্রতিরোধ ও চিকিৎসামূলক শিশু স্বাস্থ্য সেবা, বন্ধ্যাত্বজনিত চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি সেবাসহ বিভিন্ন ধরনের সেবাসমূহ বিনামূল্যে বিভিন্ন সেবাকেন্দ্রে প্রদান করা হবে। সেবাসমূহ পরিবার পরিকল্পনা কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, মাতৃসদন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র, স্যাটেলাইট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকে কর্মরত ডাক্তার নার্স, সেকমো, সিএইচসিপিসহ অন্যান্যরা সেবা প্রদান করবেন।

অপরদিকে কেন্দ্রীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে পরিবার পরিকল্পনা সচিবের সাথে কথা বলেন জামালপুর জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনার উপ-পরিচালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments