Friday, March 31, 2023
Homeজামালপুরজামালপুরে পরিবার পরিকল্পনার এ্যাডভোকেসি সভা

জামালপুরে পরিবার পরিকল্পনার এ্যাডভোকেসি সভা

জামালপুরে ‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ প্রতিপাদ্যে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. মাজহারুল হক চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডা. আসাদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন সুলতানা, জেলা তথ্য কার্যালয়ের উপপরিচালক মো. জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইসলামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা মোবারক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ধারণা পত্র উপস্থাপন করেন পরিবার পরিকল্পনার সহায়ক উত্তম কুমার সরকার।

সভাসূত্র জানায়, ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বের পর্যন্ত পরিবার পরিকল্পনার সেবা সপ্তাহের কার্যক্রম ১৭ তারিখে জামালপুর মাতৃকল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেবা সপ্তাহে কার্যক্রম হচ্ছে, মা সমাবেশ, জনগণের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকায় এলাকায় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সভা, সমাবেশের আয়োজন করা, জন্মনিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে উৎসাহিত করা, কিশোর, কিশোরীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পরিবার পরিকল্পার প্রতিটি কর্মীকে কমপক্ষে ২টি করে স্থায়ী পদ্ধতি গ্রহণের কাজ সম্পন্ন করা, বৃক্ষরোপণ করা, সেবাকেন্দ্রগুলোতে ২৪ ঘন্টা সেবাদান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments