জামালপুরের মেলান্দহে এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার দুপুর ১২টায় মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত তিনজনের মধ্যে দুজন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অপরজন শিহাটা গমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা তিনজনই ভোকেশনাল শাখার শিক্ষার্থী।
মেলান্দহ একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম বলেন, তাদের তিনজনকে এ বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম মিঞা বলেন, পরীক্ষায় নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।