Saturday, April 1, 2023
Homeজামালপুরজামালপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

জামালপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

জামালপুর সদর উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত বুধবার (১৫ মার্চ) জামালপুর সদর উপজেলায় আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। কর্মশালায় জামালপুর সদর উপজেলার মাদ্যমিক পর্যায়ের ১৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৭০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন কর্মশালার বিষয়বস্তু এবং উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে এবং বইপড়া থেকে দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. দিদারুল আলম ও সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম কোঅর্ডিনেশন ইউনিটের গবেষণা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি মোহাম্মদ আবুল হোসেন দেশ গঠনে শিক্ষার্থীরা কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কথা বলেন। একই সঙ্গে কিভাবে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মানসিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য মজার ও সুন্দর বই পাঠে মনোযোগী করা যায় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

কর্মশালার দ্বিতীয় অধিবেশনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির রিসোর্স পার্সন পার্থ প্রতিম মজুমদার ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ পরিচালনা পদ্ধতি ও সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম পরিচিতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে লিটুস লরেন্স চিরান প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তি থেকে দূরে না রেখে বই পড়ার মাধ্যমে প্রযুক্তির সঠিক ব্যবহারে অভ্যস্ত করে তুলতে হবে। মূলকথা, শিক্ষার্থীদের মানবিক বিকাশ, জ্ঞানগত বিকাশ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments