নিজস্ব প্রতিনিধি: জামালপুর পৌর শহরের বন্দের বাড়ি এলাকার আঃ মালেকের পুত্র সাব্বির হোসেন (২২) এর বিরুদ্ধে বিজ্ঞ মামলা আমলে নেওয়ার আদালত জামালপুরে সাব্বিরের মা বাদী হয়ে পুত্রের বিরুদ্ধে চুরি ও মাদকের মামলা দায়ের করেছে। যার মোকাঃ নং-১৬১২(১) ২২ মামলা হওয়ার পর পুত্র সাব্বির আদালতের মাধ্যমে জেল হাজতে রয়েছে। অপর দিকে এই মামলা নিয়ে সাব্বিরের বাবা আব্দুল মালেক বলেন, আমার ছেলে কোন অন্যায় কাজে যুক্ত নয়। শুধুমাত্র প্রতিহিংসা মূলক আমার ছেলের নামে চুরি ও মাদকের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মোছাঃ ছানোয়ারা বেগম। প্রকৃত ঘটনা হচ্ছে গত ২৭ অক্টোবর আমি আমার স্ত্রী মোছাঃ ছানোয়ারা বেগম (৪৫) কে ৮নং ফুলকোচা ইউনিয়ন এর নিকাহ রেজিস্টার কাজী মোঃ আমিনুল ইসলামের মাধ্যমে তালাক প্রদান করি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিহিংসা মূলক গত ১১ ডিসেম্বর আমার ছেলেকে নিয়ে বিভিন্ন ভাবে হয়রানির উদ্দেশ্যে একটি চুরি ও মাদক মামলা দায়ের করে। আমার ছেলে শহীদ জিয়াউর রহমান কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে ডিগ্রিতে অধ্যয়নরত রয়েছে। এলাকায় সে ভলো ছেলে হিসেবেই সকলের কাছে পরিচিত। সে কখনো চুরি, জুয়া ও মাদকের সাথে যুক্ত নয়। আমি আমার ছেলের নিঃশ^র্ত মুক্তি কামনা করছি। স্থানীয়রা বলেন, পুত্রের বিরুদ্ধে মায়ের মামলা দায়েরের সংবাদটি আমরা শুনেছি, তবে যে সাব্বিরকে নিয়ে মামলাটি হয়েছে,সে খারাপ ছেলে নয়।
এ বিষয়ে মামলার বাদী মোছাঃ ছানোয়ারা বেগম বলেন, মামলার বিষয়ে আপনাদের কিছু বলতে পারবো না, আমি আমার অধিকার আদায়ের জন্য মামলা দায়ের করেছি।