এমএ রফিক : জামালপুরের পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ এর নাম ভাঙ্গিয়ে একটি প্রতারক চক্র ঝচ ঘধংরৎ টফফরহ ফেসবুক আইডি খোলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। বিষয়টি পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানতে পেরে ১৫ই মার্চ জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন যার নং ৯৪৮। এ বিষয়ে পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ বলেন, একটি প্রতারক চক্র ভূয়া একটি আইডি খোলে বিভিন্ন জনের কাছে পুলিশ সুপার পরিচয় দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি সেই সাথে রফিকুল বাবলু নামের এক ব্যাক্তি তার ফেসবুক আইডি থেকে ঝচ ঘধংরৎ টফফরহ ফেসবুক আইডি ব্যবহার করে লিখেন যে পুলিশ সুপার তার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে এছাড়া তিনি টঝঅ আছেন বলে উল্লেখ্য করেন যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে। এছাড়া ঝচ ঘধংরৎ টফফরহ ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন ব্যাক্তির কাছে এতিমখানার নামে সাহায্য চাওয়া হয়েছে। সেখানে একটি বিকাশ নম্বর ব্যবহার করা হয়েছে। যার নম্বর – ০১৮৯০৬৪৬৩১৩ এ বিষয়েও তদন্ত করা হচ্ছে। তাই জামালপুরে পুলিশ সুপারের নাম ভাঙ্গিয়ে প্রতারণা বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।